সেপটেম্বর ২৭: সম্প্রতি নিউইয়র্কে, ব্রাজিলের প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের সাথে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বৈঠকে ওয়াং ই বলেন, চলতি বছর চীন ও ব্রাজিলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। দু’দেশ একে অপরের কৌশলগত অংশীদার। বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা গভীর থেকে গভীরতর হচ্ছে এবং এ থেকে দু’দেশের জনগণ উপকৃত হচ্ছে। জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক প্লাটফর্মে দু’দেশের অবস্থান অনেক ক্ষেত্রেই অভিন্ন।
তিনি আরও বলেন, চীন, ব্রাজিল, ও গ্লোবাল সাউথের অন্যান্য দেশ "ফ্রেন্ডস অব পিস" প্ল্যাটফর্ম তৈরি করেছে। "ফ্রেন্ডস অব পিস" একটি বদ্ধ গোষ্ঠী নয়, এটি একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম; এটি প্রতিযোগিতা ও সংঘাতে জড়াবে না, বরং অন্তর্ভুক্তিমূলক সংলাপে আগ্রহী হবে। শান্তির জন্য "ফ্রেন্ডস অব পিস" সৃষ্টি করা হয়েছে এবং আন্তর্জাতিক সমাজের উচিত একে স্বাগত জানানো। "ফ্রেন্ডস অব পিস"-এর লক্ষ্য, একটি উদ্দেশ্যমূলক ও যুক্তিপূর্ণ কণ্ঠস্বর তৈরি করা। ইউক্রেনীয় সমস্যার রাজনৈতিক নিষ্পত্তিতে একটি গঠনমূলক ভূমিকা পালন করবে এই প্লাটফর্ম।
এ সময় আমোরিম বলেন, ব্রাজিল-চীন সম্পর্কের ওপর উচ্চমানের গুরুত্ব দেন তার দেশের প্রেসিডেন্ট। চীনের সাথে শক্তিশালী অংশীদারিত্বের সম্পর্ক স্থাপন করতে এবং উভয় দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করতে আগ্রহী ব্রাজিল। চলতি বছর উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। চীনের সাথে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করতে চায় ব্রাজিল।
তিনি আরও বলেন, ইউক্রেনের সংঘাতের বিষয়ে চীন ও ব্রাজিলের ছয়-দফা ঐকমত্য অর্থপূর্ণ। উভয় পক্ষ ‘ফ্রেন্ডস অব পিস’-এর আওতায় কাজ চালিয়ে যাবে। (অনুপমা/আলিম/ছাই)