সেপ্টেম্বর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীন থেকে নির্দিষ্ট কিছু পণ্যের আমদানি ঘিরে কানাডার বিধিনিষেধমূলক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী তদন্তের ঘোষণা দিয়েছে চীন। বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় একটি অনলাইন বিবৃতিতে বলেছে, প্রাথমিক প্রমাণ এবং তথ্য ইঙ্গিত করছে, কানাডা চীন থেকে আমদানি করা বৈদ্যুতিক যানবাহন, ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পণ্যগুলোয় পরিকল্পিতভাবে অতিরিক্ত শুল্ক ও কিছু বৈষম্যমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে। চীনের বৈদেশিক বাণিজ্য আইনের অধীনে এটি বৈষম্যমূলক বাণিজ্য অনুশীলনের বহিঃপ্রকাশ বলে জানায় মন্ত্রণালয়।
এ তদন্ত তিন মাস চলবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ পরিস্থিতিতে এ সময়সীমা বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
ফয়সল/শান্তা