সেপ্টেম্বর ২৭: মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটি, গতকাল (বৃহস্পতিবার), বোয়িং ও এফএএকে একটি জরুরি নিরাপত্তাসংশ্লিষ্ট পরামর্শ দিয়েছে। এতে বলা হয়েছে, কিছু বোয়িং-৭৩৭ বিমানের রাডার কন্ট্রোল সিস্টেমে গোলমাল দেখা দিতে পারে, যা উদ্বেগজনক।
এদিন মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটি এক বিবৃতিতে বলেছে, রাডার অ্যাকচুয়েটরটি বিমানের লেজে থাকে ও এটি অ্যাপ্রোচ, ল্যান্ডিং ও রানওয়েতে চলার সময় বিমানের চালককে প্রয়োজনীয় তথ্য-সহায়তা দেয়। রাডারে ক্রুটি দেখা দিলে, বোয়িং-৭৩৭ ফ্লাইট ম্যানুয়াল অনুসারে, সংশ্লিষ্ট পাইলটকে ত্রুটি সারাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে। কিন্তু এতে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। (ছাই/আলিম/ওয়াং হাইমান)