সেপ্টেম্বর ২৭: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ‘কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত উচ্চ-স্তরের সম্মেলনে’ যোগ দিয়েছেন। এ সম্মেলনে চীন ও জাম্বিয়ার যৌথ উদ্যোগে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত হয়। সম্মেলনটির লক্ষ্য হল কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব বাস্তবায়ন করা, ডিজিটাল এবং বুদ্ধিমত্তা ক্ষেত্রে সেতুবন্ধ রচনা করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে ‘গ্লোবাল সাউথ’-এর সমান উপকার পেতে সহায়তা করা। সার্বিয়ার প্রেসিডেন্ট, ইন্দোনেশিয়ার সমন্বয়কারী মন্ত্রী লুহুত এবং ৮০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার উচ্চ-পর্যায়ের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।
ওয়াং ই বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বের জন্য শুধু একটি বড় সুযোগ নয়, একটি বড় বৈশ্বিক চ্যালেঞ্জও। প্রেসিডেন্ট সি চিন পিং ‘গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গভর্নেন্স ইনিশিয়েটিভ’ প্রস্তাব করেছেন, যা চীনের পরিকল্পনার প্রস্তাব এবং চীনা প্রজ্ঞার অবদান। চীন মনে করে, কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক ব্যবস্থাপনার প্রচারের জন্য বেশ কয়েকটি নীতি অনুসরণ করা উচিত: প্রথমত, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশাসনের বিভিন্ন দিক যেমন নৈতিক মূল্যবোধ, নিরাপত্তা শাসন, মান ও নিয়ম, সক্ষমতা বৃদ্ধি এবং প্রক্রিয়াগুলোকে মেনে চলতে হবে। দ্বিতীয়ত, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তিমূলকতা মেনে চলতে হবে, একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্যহীন উন্নয়ন পরিবেশ তৈরি করতে হবে। তৃতীয়ত হল, বহুপাক্ষিকতাকে মেনে চলা এবং জাতিসংঘের কাঠামোর অধীনে সমস্ত দেশের সার্বজনীন অংশগ্রহণের মাধ্যমে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
(রুবি/হাশিম/সুবর্ণা)