প্রাচীন সিল্ক রোড হাব সিনচিয়াংয়ে বৈদেশিক বাণিজ্য বেড়েছে ৩১ শতাংশ
2024-09-27 18:17:26

সেপ্টেম্বর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: গত বছরের প্রথম আট মাসের তুলনায় চলতি বছরের আগস্ট পর্যন্ত উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে বৈদেশিক বাণিজ্য বেড়েছে ৩০ দশমিক ৯ শতাংশ। স্থানীয় শুল্ক কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে এ তথ্য।

উরুমছি কাস্টমসের তথ্যানুসারে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অঞ্চলটির মোট আমদানি ও রপ্তানি ২৮৫ দশমিক ৩২ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।

বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির জন্য অঞ্চলটিতে গড়ে ওঠা বন্ডেড জোনগুলোর ভূমিকার কথা তুলে ধরেছেন উরুমছি কাস্টমসের উপপ্রধান লি ছিংহুয়া। বন্ডেড জোনগুলো পরিষেবা দক্ষতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারের সম্প্রসারণ ঘটিয়েছে বলেও জানান তিনি।

শুল্ক কর্তৃপক্ষ জানাল, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এ (বিআরআই) অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে সিনচিয়াংয়ের বাণিজ্য গতবছরের চেয়ে ২৮ শতাংশ বেড়েছে। এই সময়ের মধ্যে কাজাখস্তান ও কিরগিজস্তান ছিল এই অঞ্চলের প্রধান বাণিজ্যিক অংশীদার।

সিনচিয়াংয়ের ব্যক্তিখাতের উদ্যোগগুলো একই সময়ে বৈদেশিক বাণিজ্যে শক্তিশালী দক্ষতা দেখিয়েছে। এ সময়ে তাদের বাণিজ্য মূল্য বেড়েছে ২৯ দশমিক ৬ শতাংশ।

উল্লেখ্য, বৈদ্যুতিক যাত্রীবাহী যান এবং লিথিয়াম-আয়ন ব্যাটারিসহ আরও কিছু উচ্চমানের পণ্য রপ্তানি করে আসছে সিনচিয়াং।

ফয়সল/শান্তা