কমিউনিকেশন ইউনিভার্সিটি অব চায়নার ৭০তম বার্ষিকীতে সি চিনপিংয়ের অভিনন্দন
2024-09-27 18:15:58

সেপ্টেম্বর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কমিউনিকেশন ইউনিভার্সিটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।

বিশ্ববিদ্যালয়ের অনুষদ ও শিক্ষার্থীরা চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিনপিংয়ের কাছে একটি চিঠি লিখেছিলেন। সম্প্রতি ওই চিঠির জবাবে বিশ্ববিদ্যালয়টিকে আরও উচ্চমানের সাংবাদিকতা এবং যোগাযোগে পেশাদার কর্মী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সি।

প্রেস ও গণযোগাযোগের চাহিদার দিকে মনোযোগ দিয়ে, সংস্কার ও উদ্ভাবনকে গভীরতর করতে এবং এ বিষয়ক পাঠদান ও গবেষণার দক্ষতা ক্রমশ উন্নত করার আহ্বান জানান তিনি। 

১৯৫৪ সালে সম্প্রচার প্রযুক্তির প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। ২০০৪ সালে বেইজিং ব্রডকাস্টিং ইনস্টিটিউট থেকে এর নাম বদলে কমিউনিকেশন ইউনিভার্সিটি অব চায়না রাখা হয়।

ফয়সল/শান্তা