নেপালে চীনা চিকিত্সকদল পুরস্কৃত
2024-09-27 19:32:29


সেপ্টেম্বর ২৭: গতকাল (বুধবার) নেপালের উপ-প্রধানমন্ত্রী ও নগর উন্নয়নমন্ত্রী প্রকাশ মান সিং, নেপালের স্থানীয় ক্যান্সার হাসপাতালে ‘উত্সর্গীকৃত পরিষেবা’-র স্বীকৃতিস্বরূপ, সেদেশে কর্মরত চীনা চিকিত্সকদলকে ‘অসামান্য অবদান পুরস্কার’ প্রদান করেন।

কোয়েরালা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালটি চীনা সহায়তায় নির্মিত। ১৯৯৮ সালের ডিসেম্বরে এটি নেপালের হাতে তুলে দেওয়ার পর থেকে চীন পর্যায়ক্রমে হাসপাতালে চিকিত্সকদল পাঠিয়ে আসছে। এ পর্যন্ত স্থানীয় অঞ্চলে এমন ১৬টি দল পাঠানো হয়েছে।

চিকিত্সকদলটি বিগত ২৫ বছরে, ২০ লক্ষাধিক রোগীকে চিকিত্সাসেবা দিয়েছে; প্রায় ৫০ হাজারটি সার্জারি করেছে; এবং নেপালের তিন সহস্রাধিক চিকিত্সাকর্মীকে প্রশিক্ষণ দিয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)