সিনচিয়াংয়ে চীন-লাওস রেলপথে আন্তর্জাতিক কোল্ড চেইন ফ্রেইট ট্রেন চালু
2024-09-27 20:02:34

এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও সিচাং-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর সিচাং সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা সিনচিয়াং নিয়ে কথা বলব।

 

গত ২৪ সেপ্টেম্বর সকালে, ২২টি কনটেইনার এবং ৪৬৩.৫ টন সিনচিয়াং আঙ্গুর বহনকারী একটি শীতল চেইন ট্রেন, চীন-ইউরোপ ট্রেন (উরুমছি) জংশন– সিনচিয়াং উরুমছি আন্তর্জাতিক স্থলবন্দর অঞ্চল থেকে, থাইল্যাণ্ডের ব্যাংককের উদ্দেশে যাত্রা করে। এটি সিনচিয়াংয়ে চীন-লাওস রেলপথে প্রথম আন্তর্জাতিক শীতল চেইন ফ্রেইট ট্রেন।  

প্রথম চীন-লাওস রেলওয়ে আন্তর্জাতিক কোল্ড চেইন ফ্রেইট ট্রেন যৌথভাবে চালু করেছে সিনচিয়াং চিউতিং কৃষি উন্নয়ন বিনিয়োগ  গ্রুপ কোম্পানি লিমিটেড, কুওলিয়ান কোল্ড চেইন তুওতুও বি২বি শিল্প ইন্টারনেট ট্রেডিং প্ল্যাটফর্ম, চীন রেলওয়ে উরুমছি ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড। ট্রেনটি চীন-ইউরোপ রেলওয়ের (উরুমছি) জংশন থেকে ইয়ুননান প্রদেশের রাজধানী খুনমিংয়ে প্রবেশ করে এবং মোহন বন্দরের মাধ্যমে দেশের সীমানা ছাড়িয়ে যায়। অবশেষে সেটি ভিয়েনতিয়ান হয়ে ব্যাংককে পৌঁছায়।

সাম্প্রতিক বছরগুলোতে সিনচিয়াং একটি আধুনিক কৃষি শিল্প ব্যবস্থার নির্মাণকে ত্বরান্বিত করেছে, যা সিনচিয়াংয়ের বৈশিষ্ট্য এবং সুবিধাগুলো প্রতিফলিত করে। সেখানে আধুনিক কৃষির বিকাশের বিশেষ সুবিধা ও সম্ভাবনা ক্রমাগত উন্মোচিত হয়েছে। অতীতে, সিনচিয়াংয়ের দক্ষিণ-পূর্ব এশিয়াতে ফলের রফতানি মূলত সড়কপথে হতো। এতে সময় বেশি লাগতো, পরিবহন-ক্ষমতাও কম ছিল।

সিনচিয়াংয়ে চালু হওয়া প্রথম চীন-লাওস রেলওয়ে আন্তর্জাতিক কোল্ড চেইন ফ্রেইট ট্রেন তাজা ফল পরিবহনের জন্য রেলওয়ে কোল্ড চেইন লজিস্টিক মোড গ্রহণ করে; ডিজিটাল-বাণিজ্যের পথে শিল্পচেইনকে সংহত করে; এবং বিভিন্ন উত্স থেকে উচ্চমানের ফল সংগ্রহ সম্ভব করে তোলে।

সিনচিয়াংয়ের উচ্চমানের কৃষিপণ্যগুলো স্থিতিশীল, দক্ষ ও সবুজ ঠান্ডা চেইন পরিবহনব্যবস্থা দ্বারা দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে পরিবহন করা যেতে পারে। সিনচিয়াংয়ের কৃষিপণ্যগুলোর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই নতুন ট্রেন ফ্রেইট। এটি পশ্চিমে নতুন স্থল-সমুদ্র চ্যানেলগুলোর সংহতকরণকে ত্বরান্বিত করতে, আসিয়ান দেশগুলোর মধ্যে বাণিজ্য চ্যানেলগুলির কার্যকর সংযোগকে উত্সাহিত করতে, ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর উচ্চমানের উন্নয়নের একটি নতুন পরিস্থিতি গড়ে তুলতে সাহায্য করবে। সিনচিয়াং চিউতিং এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট গ্রুপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ঝো কাই বলেন, ভবিষ্যতে এই ট্রেন দেশীয় ও বিদেশী বাণিজ্যের সংহত বিকাশে সাহায্য করবে।

প্রথম চীন-লাওস রেলওয়ে আন্তর্জাতিক কোল্ড চেইন ফ্রেইট ট্রেনের ধারাবাহিক চলাচল নিশ্চিত করতে, সিনচিয়াং রেল বিভাগ রাজ্য রেলওয়ে গ্রুপসহ প্রাসঙ্গিক বিভাগগুলোর সাথে যোগাযোগ জোরদার করেছে; যৌক্তিকভাবে পরিবহন-ক্ষমতা ব্যবস্থাপনা করেছে; পণ্যের পরিবহন, লোডিং ও আনলোডিংয়ের সাথে জড়িত সংস্থাগুলোকে সমন্বিত করেছে।

এদিকে, বিগত জুলাই থেকে, সিনচিয়াংয়ের রেল সেক্টর, একটি আধুনিক রেলব্যবস্থা নির্মাণের কাজ ত্বরান্বিত করেছে; পরিষেবা বিপণনকে শক্তিশালী করেছে; সিনচিয়াংয়ের কৃষিপণ্য পরিবহনের জন্য শক্তিশালী পরিবহনব্যবস্থা গড়ে তুলেছে। চলতি বছরের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত, সিনচিয়াংয়ের রেল ফ্রেইট ডেলিভারি ভলিউম ১৬৮.২৬২ মিলিয়ন টনে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯.৮ শতাংশ বেশি।

 

প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে সিচাং’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও সিচাংয়ের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা:  https://bengali.cri.cn/  সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)