মাঝারি পর্যায়ের বয়স্ক-সমাজে পৌঁছেছে বেইজিং
2024-09-27 18:19:11

সেপ্টেম্বর ২৭, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিং এখন একটি মাঝারি পর্যায়ের বয়স্ক-সমাজে প্রবেশ করেছে। ২০২৩ সালের শেষ নাগাদ শহরের স্থায়ী বয়স্ক জনসংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ৫০ হাজারে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মিউনিসিপ্যাল সিভিল অ্যাফেয়ার্স ব্যুরোর উপপ্রধান কুয়ো হানছিয়াও। তিনি জানান, বেইজিংয়ে এখন স্থায়ী জনসংখ্যার ২২.৬ শতাংশ বয়স্ক শ্রেণিভুক্ত।

কুয়ো আরও বলেছেন, বেইজিং একটি সম্প্রদায়-ভিত্তিক নার্সিং পরিষেবা মডেল তৈরি করেছে এবং উপজেলা ও টাউনশিপ স্তরে ১০০টি প্রবীণ-যত্ন সংক্রান্ত পরিষেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে। গত ২০ সেপ্টেম্বর নাগাদ চালু হয়েছে ৬০টি কেন্দ্র।

এ ছাড়াও, বাড়িতে শয্যাশায়ী বয়স্কদের সেবার জন্য পেশাদার হোম কেয়ার সেবাও এগিয়ে নেওয়া হয়েছে বলে জানান কুয়ো।

শহরের আবাসন ও নগর-পল্লী উন্নয়ন কমিশনের উপপরিচালক হ্য চিংথাও বলেন, বয়স্ক-ভিত্তিক আবাসন পরিবর্তন, পুরনো ভবনে লিফট স্থাপন করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

আগস্টের শেষ নাগাদ, বেইজিংয়ে বয়স্কদের জন্য চার হাজার ২০০টিরও বেশি লিফট স্থাপন করা হয়েছে, যার ফলে প্রায় ৫০ হাজার পরিবার উপকৃত হয়েছে বলে জানান তিনি।

ফয়সল/শান্তা