ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত
2024-09-27 11:35:51

সেপ্টেম্বর ২৭: বৈরুতের দক্ষিণ উপকন্ঠে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার মোহাম্মদ হোসেইন সারুর নিহত হয়েছেন। আজ (শুক্রবার) হিজবুল্লাহের বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।

লেবানন জাতীয় সংসাদ সংস্থার সূত্রে জানা গেছে, ২৬ সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণ উপকন্ঠ এলাকার একটি ১০ তলা আবাসিক ভবনের ওপর তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি জঙ্গি বিমান। তাতে ২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

এর আগে ২৬ সেপ্টেম্বর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায় যে, বৈরুত বিমান হামলায় সারুর প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, গত এক সপ্তাহের মধ্যে বৈরুতের দক্ষিণ উপকন্ঠ এলাকার ওপর চুতর্থবারের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ্ এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ দিন দিন গুরুতর হচ্ছে। এ সংঘর্ষ থেকে সার্বিক যুদ্ধ ঘটার আশঙ্কায় উদ্বিগ্ন আন্তর্জাতিক সমাজ।

(সুবর্ণা/হাশিম/রুবি)