সেপ্টেম্বর ২৬: নেপালের শুল্ক বিভাগের পরিসংখ্যানে দেখা গেছে, জুলাইয়ের মাঝামাঝি শুরু হওয়া ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম দু’মাসে দেশটির বৈদ্যুতিক গাড়ির আমদানি ৭৮ শতাংশের বেশি বেড়েছে।
পরিসংখ্যান অনুযায়ি, সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত দেশটি ১ হাজার ৬০২টি বৈদ্যুতিক গাড়ি আমদানি করেছে। ২০২৩-২০২৪ অর্থবছরের একই সময়ে সংখ্যাটি ছিল ৮৯৮টি।
আমদানি করা গাড়ির মধ্যে ১ হাজার ১২৫টি চীন থেকে আনা হয়েছে। জানা গেছে, প্রদর্শনী ও বিক্রয় চ্যানেল সম্প্রসারণসহ বিভিন্ন উপাদানের কারণে, সম্প্রতি দেশটির রাসুয়া দুর্গ বন্দরের মধ্য দিয়ে আমদানি করা চীনা বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে।
(প্রেমা/হাশিম/ছাই)