চীনের জননিরাপত্তা মন্ত্রী ও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রীর ভিডিও সংলাপ
2024-09-26 11:09:21


সেপ্টেম্বর ২৬: চীনের রাষ্ট্রীয় কাউসিলর ও জননিরাপত্তা মন্ত্রী ওয়াং সিয়াও হোং গতকাল (বুধবার) যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী আলেয়ান্দ্রো মেয়রকাস একটি ভিডিও সংলাপ করেন। দু’মন্ত্রী একটি অকপট, পেশাদার এবং বাস্তবমুখী মতবিনিময় করেছেন।

 

ওয়াং সিয়াও হোং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র বিবেচনা প্রসূতভাবে দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করেছে, পারস্পরিক শ্রদ্ধা, মতপার্থক্য নিরসন এবং পারস্পরিক উপকারী সহযোগিতা জোরদারে অবিচল রয়েছে। দু’দেশ মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অভিবাসী প্রত্যাবাসন এবং কিছু দৃশ্যমান ফলাফল অর্জন করেছে। চীন, যুক্তরাষ্ট্রের সাথে সর্বস্তরে যোগাযোগ বজায় রাখতে এবং দুই দেশের মধ্যে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী আইন প্রয়োগকারী সহযোগিতাকে উন্নীত করতে ইচ্ছুক। যুক্তরাষ্ট্রের উচিত চীনের উদ্বেগ মোকাবেলায় মনোযোগ দেওয়া, বাস্তব পদক্ষেপের সাথে আন্তরিকতা প্রদর্শন করা এবং সহযোগিতাকে গভীর করার জন্য বাধাগুলো দূর করা।

আইন প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখতেও সম্মত হন দুই মন্ত্রী।

(রুবি/হাশিম/প্রেমা)