সেপ্টেম্বর ২৬, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের শানসি প্রদেশে মঙ্গলবার অষ্টম ফিংইয়াও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে । উৎসবে ২২টি দেশ ও অঞ্চলের প্রায় ৬০টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, পর্তুগাল, ব্রাজিল, ইতালি, মেক্সিকো, জাপান, আর্জেন্টিনা, কলম্বিয়া, উরুগুয়ে এবং ডেনমার্কের মতো দেশগুলোর কাজ, চীনা মূল ভূখণ্ডের বড় পর্দায় আত্মপ্রকাশ করবে এবং তাদের প্রায় অর্ধেকই প্রিমিয়ার হবে।
এবারের উৎসবের থিম হলো ‘পৃথিবী’।
বিশ্বজুড়ে চমৎকার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে, উৎসবটি বিশেষ করে উদীয়মান এবং উন্নয়নশীল দেশগুলোর তরুণ পরিচালকদের দ্বারা ব্যতিক্রমী কাজগুলোকে তুলে ধরছে। উৎসব চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
২০১৭ সালে শুরু হওয়া, ফিংইয়াও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটি ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান ফিংইয়াওতে প্রতি বছর অনুষ্ঠিত হয়।
শান্তা/মিম