শাংহাইয়ে শুরু হয়েছে ২৪তম চীন আন্তর্জাতিক শিল্পমেলা
2024-09-26 19:39:26

সেপ্টেম্বর ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শাংহাইয়ে শুরু হয়েছে ২৪তম চীন আন্তর্জাতিক শিল্পমেলা। পাঁচদিনব্যাপী এ মেলা শুরু হয়েছে গেল মঙ্গলবার থেকে।

এবারের মেলায় ২৮টি দেশ ও অঞ্চল থেকে ২ হাজার ৬০০ প্রদর্শক অংশগ্রহণ করেছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, চীনের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের উদ্ভাবনী উন্নয়নে সহায়তা করবে এই মেলা। মেলাটিকে চীনের শিল্প খাতের সবচেয়ে বড় ও প্রভাবশালী ইভেন্টগুলোর একটি হিসাবে বিবেচনা করা হয়।

চীন আন্তর্জাতিক শিল্প মেলাকে বলা হয়ে থাকে বিশ্বব্যাপী শিল্প উদ্ভাবন ও উন্নয়ন প্রদর্শনের প্লাটফর্ম। বিশ্বব্যাপী এখন চেষ্টা করা হচ্ছে পরিবেশবান্ধব প্রযুক্তি ও পণ্যের ব্যবহার বাড়ানোর। কেননা প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে পরিবেশও ঠিক রাখা জরুরি।

১৯৯৯ সাল থেকে চালু হওয়া শিল্প উন্নয়নে সর্বশেষ সাফল্য প্রদর্শনের পাশাপাশি বিশ্বব্যাপী শিল্প ও অর্থনৈতিক সহযোগিতা এবং যোগাযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করছে এই মেলা।

নাহার/শান্তা