সিপিসি’র কেন্দ্রীয় কমিটির অর্থনীতিবিষয়ক সভায় সি চিন পিং
2024-09-26 18:27:55

সেপ্টেম্বর ২৬: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় পলিট ব্যুরোর বর্তমান অর্থনৈতিক অবস্থা গবেষণা ও বিশ্লেষণবিষয়ক সভা আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে আয়োজিত হয়। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এতে সভাপতিত্ব করেন।

সভায় বলা হয়, চীনের অর্থনীতির মৌলিক বিষয় ও অনুকূল পরিস্থিতি, যেমন একটি বিশাল বাজার, শক্তিশালী অর্থনৈতিক স্থিতিস্থাপকতা ও বিশাল সম্ভাবনা পরিবর্তিত হয়নি। একই সময়ে, বর্তমান অর্থনৈতিক অপারেশনে কিছু নতুন পরিস্থিতি ও সমস্যা দেখা দিয়েছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে ব্যাপকভাবে, বস্তুনিষ্ঠভাবে ও শান্তভাবে দেখা এবং অসুবিধা মোকাবিলা করা, আত্মবিশ্বাসকে শক্তিশালী করা, ও অর্থনৈতিক কাজকে কার্যকরভাবে শক্তিশালী করতে হবে। নীতিগত ব্যবস্থার প্রাসঙ্গিকতা ও কার্যকারিতা আরও উন্নত করতে এবং বার্ষিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন লক্ষ্য অর্জনের প্রচেষ্টা চালাতে হবে।

সভায় জোর দিয়ে বলা হয়, রাজস্ব ও আর্থিক নীতির কাউন্টারসাইক্লিক্যাল সমন্বয় বাড়াতে হবে এবং প্রয়োজনীয় আর্থিক ব্যয় নিশ্চিত করতে হবে। অতি-দীর্ঘমেয়াদী বিশেষ ট্রেজারি বন্ড ও পৌর সরকারগুলোর বিশেষ বন্ড ছাড়া হবে; আমানত রিজার্ভ অনুপাত হ্রাস ও শক্তিশালী সুদের হার কমাতে  হবে; রিয়েল এস্টেট বাজারের পতন বন্ধ ও স্থিতিশীল করার জন্য কাজ করতে হবে।

সভায় আরও বলা হয়, বেসরকারি অর্থনীতি উন্নয়নের জন্য একটি ভালো পরিবেশ গড়ে তোলার জন্য, বেসরকারি অর্থনীতির উন্নয়নের জন্য যথাযথ আইন প্রণয়ন করতে হবে; নিম্ন ও মধ্যম আয়ের গোষ্ঠীর আয় বৃদ্ধির জন্য প্রচার ও ভোগের কাঠামো উন্নত করতে হবে; ব্যবসার পরিবেশ আরও উন্নত করতে হবে; খাদ্যশস্য ও কৃষিপণ্যের উত্পাদন নিশ্চিত করতে হবে; কৃষকদের আয় বৃদ্ধি করতে হবে এবং জাতীয় খাদ্যশস্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)