কলকাতায় চীনের জাতীয় দিবসের অনুষ্ঠান
2024-09-26 19:01:25

ডিসেম্বর ২৬: গত ২৪ সেপ্টেম্বর কলকাতায় চীনের কনসুলেট জেনারেলে, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে, একটি সংবর্ধনানুষ্ঠান আয়োজন করা হয়।

পশ্চিমবঙ্গ রাজ্যসরকারের প্রতিনিধি, রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ভারতীয় ফেডারেশন হাউস অফ রিপ্রেজেনটেটিভের সদস্যসহ বিভিন্ন মহলের বন্ধুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং কলকাতায় কনসুলেট মিশন, চীনা বংশোদ্ভূত ও প্রবাসী চীনা, চীনা পুঁজি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠান, ও মূলধারার গণমাধ্যমের প্রায় পাঁচ শ প্রতিনিধি এতে অংশ নেন।

কলকাতায় কনসুল জেনারেল সু ওয়েই তাঁর বক্তৃতায় বিগত ৭৫ বছরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গণপ্রজাতন্ত্রী চীনের অর্জিত ঐতিহাসিক সাফল্য পর্যালোচনা করেন এবং চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র বিশতম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন ও শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ দফা নীতিমালার চেতনা কাজে লাগিয়ে, চীনে সার্বিকভাবে সংস্কার গভীরতর করার বিষয় উল্লেখ করেন।

তিনি বলেন, চীনের সাথে পূর্ব-ভারতের আদান-প্রদানের প্রাকৃতিক ভৌগোলিক সুবিধা রয়েছে। চলতি বছরের শুরু থেকে কনসুলেট জেনারেল ‘রবীন্দ্রনাথ ঠাকুরের পথে পুনরায় যাত্রা’-সহ বহু স্মরণীয় অনুষ্ঠান আয়োজন করেছে এবং বেশ কয়েকটি সাহিত্যিক ও একাডেমিক দলকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে, যা পূর্ব-ভারতের সাথে চীনের বহুমাত্রিক মানবিক সংলাপকে সামনে এগিয়ে নিয়েছে ও দু’দেশের মধ্যে যোগাযোগ বাড়িয়েছে। বিভিন্ন মহলের ব্যক্তিদের সঙ্গে যৌথভাবে দু’পক্ষের মৈত্রী ও সহযোগিতাকে এগিয়ে নিতে, কলকাতায় কনসুলেট জেনারেল আগ্রহী বলেও জানান তিনি।

অনুষ্ঠানের সম্মানিত অতিথিগণ গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীতে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, দুটো প্রাচীন সভ্যতার দেশ ও গুরুত্বপূর্ণ উদীয়মান অর্থনৈতিক স্বত্বা হিসেবে, ভারত ও চীনের সহযোগিতা জোরদার কেবল যে পারস্পরিক উন্নয়নের জন্য জরুরি, তা নয়; বরং বিশ্বের জন্যও কল্যাণকর। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর বিগত ৭৫ বছরের অর্জিত চীনা সাফল্যেরও ভূয়সী প্রশংসা করেন তাঁরা। 

 

অনুষ্ঠানে জাতীয় দিবসের ৭৫তম বার্ষিকীর জন্য নির্মিত একটি বিশেষ প্রচার-ভিডিও দেখানো হয় এবং একইসঙ্গে জাতীয় দিবসের থিম ও সুন্দর চীনসম্পর্কিত আলোকচিত্র প্রদর্শনীও আয়োজিত হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)