সেপ্টেম্বর ২৬, সিএমজি বাংলা ডেস্ক: জমকালো আয়োজনে উদযাপন করা হয়েছে চীন ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী । বুধবার বেইজিংয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংচং বলেন, চীন ও রাশিয়া কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫বছরেরও বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সম্পর্ক ধরে রেখেছে। দুই দেশের রাষ্ট্র প্রধানদের নেতৃত্ব ও নির্দেশনায় এই দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে।
তিনি আরও বলেন, কৌশলগত পারস্পরিক বিশ্বাসকে আরও দৃঢ় করতে, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে রাশিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী চীন।
চায়না পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস এবং চায়না-রাশিয়া ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন যৌথভাবে আয়োজন করে এই অনুষ্ঠান। আর দুই দেশের ৩০০ জন প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দেন।
নাহার/শান্তা