‘চাঁদ ও তারা’
2024-09-26 10:00:03

 


আজকের অনুষ্ঠানে চীনের একজন গায়ক ও প্রযোজকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম ওয়াং চেং লিয়াং। তিনি তার গান রচনার দক্ষতা ও সুন্দর কণ্ঠের জন্য পরিচিত। গায়ক ও প্রযোজক ছাড়া তিনিও একজন চমত্কার অ্যাকর্ডিয়ন প্লেয়ার এবং সংগীত শিক্ষক। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন ওয়াং চেং লিয়াংয়ের একটি সুন্দর গান ‘এখনও ভালোবাসি’।


ওয়াং চেং লিয়াং ১৯৭৭ সালে চীনের সিছুয়ান প্রদেশের রাজধানী ছেংতুতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তার উচ্চ সংগীত প্রতিভা দেখা যায়। প্রাথমিক স্কুলের সময়ে তিনি অ্যাকর্ডিয়ন বাজানো শেখা শুরু করেন। প্রাথমিক স্কুলে পড়ার সময়ে তিনি আন্তর্জাতিক অ্যাকর্ডিয়ন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন। ২০০৫ সালে ওয়াং চেং লিয়াং চীনের জাতীয় পিইউবি গায়ক প্রতিযোগিতায় অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। ২০০৭ সালে তিনি জনপ্রিয় টিভি সংগীত অনুষ্ঠান ‘সুপার বয়ে’ অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই তার সম্পর্কে জানতে পারে। অনুষ্ঠানের শেষে তিনি গান ‘বাঁধের ডানা’ প্রকাশ করে তার শিল্পীজীবন শুরু করেন। বন্ধুরা, এখন একসঙ্গে শুনবো তার এই সুন্দর গান ‘বাঁধের ডানা’।


 

২০০৯ সালে ওয়াং চেং লিয়াংয়ের প্রথম অ্যালবাম ‘ভালোবাসা’ মুক্তি পায়। এই অ্যালবাম ‘ভালোবাসা’ এই প্রাধান্য কেন্দ্র করে, গায়ক বিভিন্ন সংগীত শৈলী ও বাদ্যযন্ত্র ব্যবহার করে জীবনের বিভিন্ন ধরনের ভালোবাসা তুলে ধরেছেন, যে সব দর্শক এসব গানগুলোতে একই অনুভূতি অনুভব করতে পারে। তিনি এই অ্যালবামের জন্য ওরিয়েন্টাল বিলবোর্ড অ্যাওয়ার্ডের বার্ষিক শ্রেষ্ঠ নতুন গায়কের পুরস্কার পান। বন্ধুরা, এখন একসঙ্গে শুনবো এই অ্যালবামে ওয়াং চেং লিয়াং গাওয়া একটি সুন্দর গান ‘আমার আরও কাছে আসো’।

 

সিছুয়ান কনজারভেটরি অফ মিউজিক থেকে স্নাতক হবার পর ওয়াং চেং লিয়াং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন। গায়ক হওয়ার পাশাপাশি তিনি অনেক শিক্ষা কাজ করে থাকেন। তা ছাড়া, ওয়াং চেং লিয়াং অন্যান্য অনেক গায়ক গায়িকার জন্য সংগীত প্রযোজকের ভূমিকা পালন করেন। বন্ধুরা, এখন শুনুন চীনের জনপ্রিয় টিভি সিরিজ ‘রাজকুমারী এজেন্টের’ জন্য তাঁর রচিত ও গাওয়া একটি সুন্দর গান ‘চাঁদ ও তারা’।

 

২০১৩ সালে তিনি চীনের বিখ্যাত পরিচালক ফেং সিয়াও কাংয়ের চলচ্চিত্র ‘ব্যক্তিগত দর্জির’ জন্য গান ‘সময় কোথায় পালিয়ে গেছে’ গেয়েছেন। যা তার মায়ের জন্য রচিত একটি গান। গানে খুব সহজ ও সরল কথায় মায়ের কঠোর পরিশ্রমের জীবন লেখা হয়। যখন মানুষ বড় হয়ে উপলব্ধি করে যে মা বৃদ্ধ হয়েছে, তখন ভাবে- সময় কোথায় পালিয়ে গেছে, এটাই এই গানের নামের কারণ। গানটি মুক্তির পর অনেক মানুষকে মুগ্ধ করেছে এবং অনেক পুরস্কারও জয় করেছে। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো ওয়াং চেং লিয়াংয়ের এই জনপ্রিয় গান ‘সময় কোথায় পালিয়ে গেছে’।

 

‘সময় কোথায় পালিয়ে গেছে’ গানের জন্য ওয়াং চেং লিয়াং চীনে সবার কাছে পরিচিত হন। তিনি অনেকবার চীনের সবচেয়ে প্রভাবশালী অনুষ্ঠান বসন্ত উত্সব গালায় পারফর্ম করেছেন এবং ভালো সাড়া পেয়েছেন। এ ছাড়াও তিনি অনেক টিভি সংগীত অনুষ্ঠানে অংশগ্রহণ করে দর্শকদের জন্য বেশ চমত্কার পারফরমেন্স করেছেন। বন্ধুরা, এখন শুনুন ওয়াং চেং লিয়াংয়ের ২০২১ সালে প্রকাশিত একটি সুন্দর গান ‘অর্ধেক পাহাড় অর্ধেক সমুদ্র’।

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে ওয়াং চেং লিয়াংয়ের আরেকটি সুন্দর গান ‘তোমার মত বন্ধু’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।

(তুহিনা/তৌহিদ/স্বর্ণা)