সেপ্টেম্বর ২৬: সম্প্রতি চীনের ইউননান প্রদেশের চিংহুং শহরের মেংহান জেলায়, মেকং নদীতের টহলের জন্য, দুটি নতুন ও চতুর্থ প্রজন্মের জাহাজ প্রস্তুত করা হয়েছে। চীনের ইয়ুননান প্রদেশের জননিরাপত্তা বিভাগের তথ্য-কার্যালয় এ তথ্য জানিয়েছে।
কার্যালয় জানায়, জাহাজ দুটির কোড নম্বর ৫৩১০৮ ও ৫৩১১৭। দুটি জাহাজ মেকং নদীতে চীন-লাওস-মিয়ানমার-থাইল্যাণ্ড যৌথ টহলে ব্যবহৃত হবে। জানা গেছে, এই দুটো জাহাজের নির্মাণকাজ ২০২৪ সালের পয়লা এপ্রিল শুরু হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)