চীন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারষ্পরিক আস্থা বাড়াতে হবে: ওয়াং ই
2024-09-26 19:45:18

সেপ্টেম্বর ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৈদেশিক বিষয় ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেলের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বলেন যে চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে হবে।

ওয়াং, দুই পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা এগিয়ে নিতে ইইউ-এর শীর্ষ কূটনীতিক হিসাবে বোরেলের প্রতিশ্রুতি ও প্রচেষ্টার জন্য তার প্রশংসা  করেছেন।

ওয়াং বলেন, চীন এবং ইইউ-এর মধ্যে সহযোগিতা জোরদার করা উভয় পক্ষের জন্য উপকারী এবং তাদের মৌলিক ও দীর্ঘমেয়াদী স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ এবং  আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করে।

উভয় পক্ষ ইউক্রেনের সংকট নিয়েও মতবিনিময় করেছেন।

শান্তা/ফয়সল