সেপ্টেম্বর ২৬: বৈশ্বিক অর্থনীতিতে ব্রিকসভুক্ত দেশগুলোর অবদান জি-সেভেনভুক্ত দেশগুলোর অবদানকে ছাড়িয়ে গেছে ও ক্রমাগত বাড়ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (বুধবার) রুশ ফেডারেশনের স্টেট কাউন্সিলের প্রেসিডিয়াম সভায় এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্বের বাণিজ্য ও বিশ্ব অর্থনীতি ইতিবাচকভাবে পরিবর্তন হচ্ছে। একটি নতুন সম্পর্কের ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে। বিশ্বের দক্ষিণ দেশগুলো ও ব্রিকস দেশগুলো এতে অগ্রণী ভূমিকা পালন করছে।
পুতিন আরও বলেন, জি-সেভেন সদস্যদেশগুলোর জিডিপি ১৯৯২ সালে বৈশ্বিক জিডিপির ৪৫.৫ ও ২০২২ সালে ৩০.৫ শতাংশ ছিল। আর ব্রিক্সের সদস্যদেশগুলোর (নতুন সদস্য ছাড়া) জিডিপি ১৯৯২ সালে বিশ্বের ১৬.৭ এবং ২০২২ সালে ৩১.৪ শতাংশ ছিল। (ছাই/আলিম/ওয়াং হাইমান)