সেপ্টেম্বর ২৬: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ বিভাগের মহাপরিচালক লিউ চিয়ানছাও ২২ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সিপিসি’র একটি প্রতিনিধিদল নিয়ে জার্মানি সফর করেন। তিনি সিপিসি-জার্মান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) প্রথম কৌশলগত সংলাপ, সিপিসি-জার্মানির খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ও খ্রিস্টান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) ১৩তম রাজনৈতিক সংলাপ এবং ১৮৬তম ‘বার্গডর্ফ গোল টেবিল’-এ অংশ নিয়েছেন।
লিউ চিয়ানছাও জার্মানির সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে চীন-জার্মানি সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে গভীরভাবে মতবিনিময় করেছেন এবং জার্মানীর কাছে সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে নিশ্চিত গুরুত্বপূর্ণ সংস্কার ব্যবস্থা নিয়ে তুলে ধরেন।
দু’পক্ষ অধিকতরভাবে রাজনৈতিক সংলাপ ঘনিষ্ঠতর করা, কৌশলগত যোগাযোগ জোরদার করা এবং অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করার কথা ঘোষণা করে।
(প্রেমা/হাশিম/ছাই)