সেপ্টেম্বর ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে পৌঁছেছে কেন্দ্রীয় সরকারের দেওয়া উপহার জায়ান্ট পান্ডা। বৃহস্পতিবার সকালে দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশ থেকে বিশেষ ফ্লাইটে হংকংয়ের উদ্দেশ্যে রওনা হয় জায়ান্ট পান্ডা দুটি।
চায়না কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার বলছে, আন আন এবং খ খ নামের এই জুটি ছেংতু শুয়াংলিউ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৯ টায় রওনা হয় এবং ১১.৩০টায় পৌঁছায়।
নাহার/শান্তা