সেপ্টেম্বর ২৬: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ গতকাল (বুধবার) নিউইয়র্কে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে ওয়াং ই বলেন, চলতি বছর চীনা প্রেসিডেন্ট সি চিন পিং দুই বার রুশ প্রেসিডেন্ট ভ্লাতিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করেন। দু’নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ কৌশলগত দিগ্নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, চলতি বছর হলো চীন-রুশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। দু’দেশ যতদিন বন্ধুত্ব, কৌশলগত সমন্বয়, ও পারস্পরিক কল্যাণকর সহযোগিতার নীতি মেনে চলবে, ততদিন চীন-রাশিয়া সম্পর্ক সামনে এগিয়ে যেতে থাকবে।
ওয়াং ই আরও বলেন, তার দেশ রাশিয়ার সাথে দ্বিপক্ষীয় সার্বিক কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ককে উন্নত করতে আগ্রহী, যাতে দু’দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনা যায়। দু’দেশকে যৌথভাবে জাতিসংঘের সংবিধানের নীতি ও উদ্দেশ্য রক্ষা করতে এবং আরও ন্যায্য ও যুক্তিসঙ্গত বিশ্ব-ব্যবস্থার পক্ষে কাজ করে যেতে হবে। চীন ব্রিক্সের কাজান শীর্ষসম্মেলন সফল করতে সভাপতিরাষ্ট্র রাশিয়াকে সবধরনের সহযোগিতা দেবে।
জবাবে লাভরভ বলেন, রাশিয়া-চীন সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক শুধু যে দু’দেশের উন্নয়নে সহায়ক তা নয়, বরং আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য জরুরি। রাশিয়া চীনের সাথে উচ্চ পর্যায়ের যোগাযোগ আরও উন্নত করতে চেষ্টা করবে। রাশিয়া চীনসহ ব্রিক্সের সদস্যদেশগুলোর সাথে সহযোগিতা জোরদার করতেও ইচ্ছুক।
বৈঠকে তাঁরা ইউক্রেন পরিস্থিতি নিয়েও মত বিনিময় করেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)