সেপ্টেম্বর ২৫: ২১তম চীন-আসিয়ান মেলা আজ (বুধবার) কুয়াংসি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নাননিংয়ে শুরু হয়েছে। মেলার প্রথম দিনে ১০৯টি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে আছে ভিয়েতনাম, মালয়েশিয়া ও লাওস।
নতুন রাসায়নিক উপকরণ, নতুন শক্তি ও শক্তি সঞ্চয়, ও যান্ত্রিক সরঞ্জামের মতো বিষয় চুক্তিগুলোতে স্থান পায়। কুয়াংসিতে বিনিয়োগসংক্রান্ত ৯৩টি চুক্তিতে কুয়াংতং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চল ও ইয়াংজি নদীর ব-দ্বীপের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের ৭০ শতাংশেরও বেশি প্রকল্প স্থান পায়। এর মধ্যে উত্পাদন প্রকল্পের সংখ্যা ৬৯ শতাংশ।
মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানের বাণিজ্য বিভাগের জেনারেল ম্যানেজার লু ইয়ং ছেং বলেন, চীনের বিরাট ভোগ-বাজার আছে। মালয়েশিয়া পাম তেল ও সংশ্লিষ্ট পণ্য চীনে রপ্তানি করতে চায়। পাশাপাশি, চীনের বৈশিষ্ট্যময় পণ্য আমদানিও করতে আগ্রহী মালয়েশিয়া। (ছাই/আলিম/ওয়াং হাইমান)