লিচিয়ান-১ ইয়াও সি বাণিজ্যিক বাহক-রকেট সুষ্ঠুভাবে মহাকাশে পাঠানো হয়েছে
2024-09-25 10:38:31

সেপ্টেম্বর ২৫: আজ (বুধবার) সকাল ৭টা ৩৩ মিনিটে লিচিয়ান-১ ইয়াও সি বাণিজ্যিক বাহক-রকেট চীনের চিউ ছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাঠানো হয়। চৌংখ্য স্যাটেলাইট ০১, ০২, চিলিন ১ এসএআর ০১ এ এবং ইয়ুনইয়াও-১, ২১ ও ২২সহ পাঁচটি উপগ্রহ সুষ্ঠুভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়েছে।

পরীক্ষামূলক এই ফ্লাইট মিশনটি সম্পূর্ণ সফল হয়েছে।

(প্রেমা/তৌহিদ/ছাই)