মার্কিন পোশাক প্রস্তুতকারক পিভিএইচ-এর কর্মকাণ্ড তদন্তের ঘোষণা চীনের
2024-09-25 19:09:41

সেপ্টেম্বর ২৫: আজ (বুধবার) চীন, সিনচিয়াংয়ে উত্পাদিত  তুলা বয়কটের অভিযোগে, মার্কিন পোশাক প্রস্তুতকারক কোম্পানি পিভিএইচ-এর বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

মুখপাত্র বলেন, চীনা বাণিজ্য মন্ত্রণালয়, গত তিন বছরে সিনচিয়াংয়ের পণ্যের বিরুদ্ধে বৈষম্যমূলক ব্যবস্থা নিয়েছে কি না, তা জানতে চেয়েছে পিভিএইচ-এর কাছে। কোম্পানিকে ৩০ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।

মুখপাত্র আরও বলেন, চীন সরকার দৃঢ়ভাবে উচ্চমানের বৈদেশিক উন্মুক্তকরণ প্রক্রিয়া বজায় রাখবে, বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা সুরক্ষা করবে, এবং বিভিন্ন অর্থনৈতিক সত্তার বৈধ স্বার্থ সুরক্ষা করবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)