সেপ্টেম্বর ২৫, সিএমজি বাংলা ডেস্ক : লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় ৪৯২ জন নিহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার বেইজিংয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। লেবাননে ২০০৬ সালে ধ্বংসাত্মক যুদ্ধের পর ভয়াবহ এই বিমান হামলা চালানো হয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চীন।
ইসরাইলের হামলা সম্পর্কে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, চীন প্রাসঙ্গিক ওই সামরিক কর্মকান্ডে বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় ‘গভীর ভাবে মর্মাহত।’
নাহার/শান্তা