সিয়োং জিছি
2024-09-25 11:04:44

সিয়োং জিছি ১৯৯২ সালের ৬ জুন চীনের লিয়াও নিং প্রদেশের থিয়েলিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন অভিনেতা ও পপসংগীত শিল্পী। তিনি শাংহাই কনজারভেটরি অফ মিউজিকের মিউজিক্যাল থিয়েটার বিভাগের স্নাতক।

বন্ধুরা, সিয়োং জিছি’র আরও গল্প আমি আপনাদেরকে পরে বলবো। এখন আমি আপনাদেরকে তাঁর একটি গান শোনাতে চাই, কেমন? গানের নাম ‘আলো’। শুনুন তাহলে গানটি। (গান-১)


মাত্র তিন বছর বয়সে সিয়োং জিছি সংগীত শিখতে শুরু করেন। পরপর তিনি পিয়ানো ও বেহালার মতো বাদ্যযন্ত্র বাজাতে শেখেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হবার পর তিনি বেশ কয়েকটি বিজ্ঞাপনী কাজের শুটিংয়ে অংশ নেন।  ২০১১ সালে তিনি বিভিন্ন ধরনের সংগীত উত্সব ও আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের পরিবেশনায় অংশ নিতে শুরু করেন। আচ্ছা বন্ধুরা, এখন আমি সিয়োং জিছি’র অন্য একটি গান আপনাদের শোনাতে চাই, কেমন? গানের নাম ‘যথারীতি’। শুনুন তাহলে গানটি। (গান-২)

 

বন্ধুরা, ‘প্রেমের গাণিতিক সূত্র’ হলো ইন্টারনেট নাটক ‘আমি আর দুটো সে’র থিমসং। গানটি শুধু নাটকে সিয়োং জিছি’র কর্মক্ষমতা নয়, বরং প্রেমের প্রতি তাঁর বোঝাপড়ারও প্রকাশ। গানটি, প্রেমে যদিও স্পষ্ট সাড়া না থাকে, তবুও অবিচল থাকতে চাওয়ার গভীর আবেগ প্রকাশ করে। পুরো গানটি প্রেমের প্রতি যুক্তিসম্মত চিন্তাধারা এবং মানসিক অভিব্যক্তির নিখুঁত সমন্বয়ের মাধ্যমে মানুষকে সম্মোহিত করে। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি ‘প্রেমের গাণিতিক সূত্র’ গানটি আপনাদের শোনাই। শুনুন তাহলে। (গান-৩)

‘ক্যাকটাস’ গানটি সিয়োং জিছি’র প্রথম রচিত গান। গানটি ২০১৯ সালের ২৩ ডিসেম্বর প্রকাশিত হয়। গানটি লিরিক্স ও সংগীত সবই তাঁর রচনা। গানটি তাঁর ‘সিয়োং জিছি’র সম্পূর্ণ বিশ্লেষণ’ নামে অ্যালবামে রাখা হয়। গানটির সংগীত সৃষ্টিতে সিয়োং জিছি’র প্রতিভার প্রকাশ দেখায়। গানটির প্রকাশ সংগীত সৃষ্টিত তাঁর নতুন চেষ্টা ও অতিক্রমের প্রতীক এবং তাঁর সংগীত ক্যারিয়ার জন্য নতুন রং যোগায়। আচ্ছা বন্ধুরা, এখন তাহলে ‘ক্যাকটাস’ গানটি আপনাদের শোনাই। সঙ্গে সঙ্গে শোনাব তাঁর অন্য একটি গান ‘একটি সুন্দর আবহাওয়া, যা তোমার প্রেমে পড়েছিল’। শুনুন তাহলে গান দু’টো। (গান-৪,৫)


“হয়তো তুমি এখনও সুন্দর অতীত যত্নে লালন করো। ঠিক আছে, ভুলে যাও, হয়তো সবই আমার কল্পনা। হয়তো এখনো তোমার মনে আছে, আমি তোমাকে কতটা ভালোবাসতাম। ঠিক আছে, ভুলে যাও, আমি এরইমধ্যে এটি হারিয়ে ফেলেছি। এটি হারানোর পর শূন্য হয়েছি, যে শূন্যতা দ্বিগুণ কঠিন আঘাত করে। আমি পৃথিবী খুঁজলাম কিন্তু কেউ তোমাকে প্রতিস্থাপন করতে পারে না”। বন্ধুরা, কথাগুলি সিয়োং জিছি’র ‘ঠিক আছে, ভুলে যাও’ গানের। তাহলে এখন আমি গানটি আপনাদের শোনাই, কেমন? শুনুন তাহলে। (গান-৬)


বন্ধুরা, কথা বলতে বলতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে সিয়োং জিছি’র ‘এভাবে চিৎকার করুক’ গানের মাধ্যমে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে। (গান-৭)


(প্রেমা/হাশিম)