পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট
2024-09-25 16:31:59


 

সেপ্টেম্বর ২৪: শ্রীলংকার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় একটি বিশেষ বিজ্ঞপ্তি স্বাক্ষর করে সংসদ ভেঙে দেওয়া এবং আগামী ১৪ নভেম্বর নতুন সংসদ নির্বাচনের সময়সূচী ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয় যে, মঙ্গলবার মধ্যরাত থেকে শ্রীলংকার সংসদ ভেঙে দেওয়া হবে এবং ১৪ নভেম্বর নতুন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শ্রীলংকার নির্বাচন কমিশন ৪ থেকে ১১ অক্টোবর পর্যন্ত প্রার্থীদের মনোনয়নের নথি গ্রহণ করবে। আগামী ২১ নভেম্বর নতুন সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কার সংসদ ২২৫জন সদস্য নিয়ে গঠিত। ভেঙে দেওয়া সংসদটি গত ২০২০ সালের অগাস্ট গঠিত হয়।

(রুবি/তৌহিদ/সুবর্ণা)