‘ব্রিকস সভ্যতার মধ্যে সংলাপ’-এর ধারাবাহিক কার্যক্রম কাজানে অনুষ্ঠিত
2024-09-25 10:37:53

সেপ্টেম্বর ২৫: ‘ব্রিকস সভ্যতার মধ্যে সংলাপ’-এর ধারাবাহিক কার্যক্রম গতকাল (মঙ্গলবার) রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়। চীন, রাশিয়া, ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইরানের মতো ব্রিকস দেশগুলোর সংশ্লিষ্ট সংস্থা, বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ ও পণ্ডিত এবং তিন শতাধিক যুব প্রতিনিধি এতে অংশ নেন।

এবারের কার্যক্রমের প্রতিপাদ্য ‘সাংস্কৃতিক বিনিময়ের শক্তি যুক্ত করে ব্রিকসের উজ্জ্বল ভবিষ্যত গঠন।’

রাশান ফেডারেশনের তাতারস্তান প্রজাতন্ত্রের উপ-প্রধানমন্ত্রী লায়লা ফজলিভা বলেন, ব্রিকস সহযোগিতামূলক ব্যবস্থার নেতৃত্বে সংশ্লিষ্ট দেশের সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতার ভিত্তি দৃঢ় হবে এবং সভ্যতার পারস্পরিক শিক্ষার ব্যাপকতা ও গভীরতা ধারাবাহিকভাবে সম্প্রসারণ করা হবে।

কার্যক্রমে অংশগ্রহণকারীরা আন্তঃসীমান্ত বিনিময় ও যোগাযোগের মাধ্যমে সমঝোতা বাড়ানো, মৈত্রী গভীরতর করা, পরস্পরকে আলোকিত করা এবং বাস্তব সহযোগিতার মাধ্যমে যৌথভাবে প্রাণবন্ত উন্নয়নের গল্প ভাগাভাগি করেছেন।

 

এদিন ‘ক্যামেরায় ব্রিকস দেশগুলো’ শীর্ষক চিত্র প্রদর্শনী এবং ‘অতীত রাজবংশের চীনা চিত্রকলা’ কাজান বিশেষ প্রদর্শনী অনেক দর্শককে আকর্ষণ করেছে।

 (প্রেমা/তৌহিদ/ছাই)