সেপ্টেম্বর ২৫, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ পশ্চিম চীনের সিনচিয়াং অবস্থিত কাশগর সিটি তার প্রাচীন ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্বের জন্য পর্যটকদের কাছে এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।
প্রাচীনকাল থেকেই কাশগর মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার সঙ্গে চীনকে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ শহর। এখন এখানে ঐতিহ্যের সঙ্গে মিশেছে আধুনিকতা।
২০২৪ সালে প্রথম আট মাসে কাশগড়ে ১৯.৫ মিলিয়নের বেশি অভ্যন্তরীণ পর্যটক এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯.৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ থেকে ১৫.৩৫ বিলিয়ন ইউয়ান বা ২.১৮ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।
এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি পর্যটকরা উপভোগ করতে পারেন। রয়েছে পর্যটনবান্ধব বিভিন্ন প্রোগ্রাম।
শান্তা/ফয়সল