‘ফু আর’ প্রতিনিধিদের চিঠির জবাব দিলেন সি চিন পিং
2024-09-25 17:53:49

সেপ্টেম্বর ২৫: আজ (বুধবার), চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ‘ফু আর’ জাতীয় ঐক্যের শপথ স্মৃতিসৌধের ভবিষ্যত প্রজন্মের প্রতিনিধিদের চিঠির জবাব দেন।

চিঠিতে তিনি বলেন, “তোমাদের চিঠি আমি পেয়েছি। ১৯৫১ সালে তোমাদের আগের প্রজন্মের প্রবীণগণ ও বিভিন্ন জাতির প্রতিনিধিরা এই জাতীয় ঐক্যের শপথ স্মৃতিসৌধ নির্মাণ করেন। তখন চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র নেতৃত্বে সবাই মিলে, এক হৃদয় ও এক মনে, কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিগত ৭০ বছর ধরে, বিভিন্ন জাতির জনগণ সিপিসি’র নেতৃত্বে, ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে, চীনের সীমান্ত অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে এগিয়ে নিয়েছে। এ কাজে ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে, যা জাতির ঐক্য ও অগ্রগতির এক নতুন অধ্যায়।”

তিনি আরও লিখেছেন, “চীনা জাতি একটি বড় পরিবার, ৫৬টি জাতির প্রেমময় পরিবার। আপনারা পূর্বপুরুষদের গৌরবময় ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবেন, শপথ স্মৃতিসৌধের গল্প আরও ভালোভাবে প্রচার করবেন, এবং জাতীয় ঐক্যের  ভালো গল্প প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেবেন বলে আমি আশা করি।” (ওয়াং হাইমান/আলিম/ছাই)