সেপ্টেম্বর ২৫: আজ (বুধবার) সকাল ৮টা ৪৪ মিনিটে, চীনা গণমুক্তিফৌজের রকেট ফোর্স, একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইবিএম)-এর সফল পরীক্ষা চালায় প্রশান্ত মহাসাগরে। পরীক্ষামূলক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত সময় পর, সাগরের পূর্বনির্ধারিত স্থানে গিয়ে পড়ে।
ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি ছিল রকেটবাহিনীর বার্ষিক সামরিক প্রশিক্ষণের একটি নিয়মিত অংশ। এর লক্ষ্য, অস্ত্র ও সরঞ্জামের কার্যকারিতা ও সংশ্লিষ্ট সৈনিকদের দক্ষতা পরীক্ষা করা। পরীক্ষার আগে চীন সংশ্লিষ্ট দেশগুলোকে এ বিষয়ে অবহিত করে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)