চ্যালেঞ্জের মুখে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতি: এডিবি
2024-09-25 19:03:14

সেপ্টেম্বর ২৫: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি চ্যালেঞ্জের মুখোমুখি, তবে তা স্থিতিস্থাপক আছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আজ (বুধবার) ‘এশিয়া উন্নয়ন আউটলুক, ২০২৪’ শীর্ষক প্রতিবেদনে এ কথা বলেছে।

প্রতিবেদনে বলা হয়, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে উন্নয়নশীল অর্থনীতির প্রবৃদ্ধি ২০২৪ সালে ৫ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে, যা গত জুলাইয়ের পূর্বাভাস থেকে ভিন্ন কিছু নয়।

প্রতিবেদনে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে, উন্নয়নশীল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ২০২৪ সালে ২.৮ ও ২০২৫ সালে ২.৯ শতাংশ হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পূর্ব এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতিতে চলতি বছর যথাক্রমে ৪.৬ ও ৪.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে। আর, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ অঞ্চল ৩.৪, দক্ষিণ এশিয়া ৬.৩, এবং মধ্য-এশিয়া ও ককেশাসে ৪.৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)