বাজার বৈষম্যের অভিযোগে মার্কিন কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু চীনের
2024-09-25 19:56:40

সেপ্টেম্বর ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সিনচিয়াংয়ের পণ্য সম্পর্কিত বাজার-নীতি লঙ্ঘন ও সন্দেহজনক বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে মার্কিন কোম্পানি পিভিএইচ কর্পোরেশনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে চীন। মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

মন্ত্রণালয়ের তথ্যানুসারে, টমি হিলফিগার এবং কেলভিন ক্লেইনের মতো ফ্যাশন ব্র্যান্ডের মালিক প্রতিষ্ঠান চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে তুলা জাতীয় পণ্য বয়কট এবং চীনা কোম্পানি এবং অন্যান্য সংস্থা বা ব্যক্তিদের সঙ্গে লেনদেন বন্ধ করছে বলে সন্দেহ করা হচ্ছে। 

মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, এই জাতীয় অনুশীলন চীনা প্রতিষ্ঠানের বৈধ অধিকার ও স্বার্থকে গুরুতরভাবে ক্ষুণ্ন করেছে এবং চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থকে বিপন্ন করেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, চীনের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাম্প্রতিক প্রতিবেদনের ভিত্তিতে এ তদন্ত শুরু হয়, এবং পিভিএইচ কর্পোরেশন সিনচিয়াং সম্পর্কিত পণ্যগুলোর বিরুদ্ধে গত তিন বছরে কোনো বৈষম্যমূলক ব্যবস্থা নিয়েছে কিনা তা ব্যাখ্যা করতে ৩০ দিনের মধ্যে অবিশ্বস্ত প্রতিষ্ঠানের তালিকা অফিসে তথ্য সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।

চীন তার জাতীয় স্বার্থ ও ব্যবসায়িক পরিবেশের সুরক্ষায় ২০২০ সাল থেকে অবিশ্বস্ত প্রতিষ্ঠানের তালিকা ব্যবস্থা প্রবর্তন করেছে। ২০২৩ সালে এ তালিকায় প্রথম কোনো বিদেশি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে চীন।  

ফয়সল/শান্তা