২১তম চীন-আসিয়ান এক্সপো শুরু নানিংয়ে
2024-09-25 19:53:38

সেপ্টেম্বর ২৫, সিএমজি বাংলা ডেস্ক: ২১তম চীন-আসিয়ান এক্সপো এবং চীন-আসিয়ান ব্যবসা ও বিনিয়োগ শীর্ষ সম্মেলন মঙ্গলবার দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের নানিংয়ে শুরু হয়েছে।

এই বছর এক্সপোর প্রদর্শনী এলাকা প্রায় ২ লাখ বর্গ মিটার। আসিয়ান এবং অঞ্চলের বাইরের আট শতাধিক প্রতিষ্ঠানসহ তিন হাজারেরও বেশি উদ্যোগ এই ইভেন্টে অংশ নিয়েছে।

চীনের ভাইস প্রিমিয়ার তিং সুয়েশিয়াং এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে বলেন, চীন বাস্তব সহযোগিতাকে আরও গভীর করতে এবং একটি অভিন্ন ভবিষ্যতের সঙ্গে ঘনিষ্ঠ চীন-আসিয়ান সম্প্রদায় গড়ে তোলার একটি নতুন অধ্যায় রচনা করতে আসিয়ানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

এক্সপোর অংশগ্রহণকারীরা বলেছেন, এটি চীন ও আসিয়ানের সঙ্গে সহযোগিতার সম্পর্ক আরও গভীর করার একটি উৎকৃষ্ট সুযোগ।

এ বছরের এক্সপোতে কৌশলগত উদীয়মান নানা বিষয়, ডিজিটাল প্রযুক্তি এবং আসিয়ান হাই-টেক পণ্যের ক্ষেত্র যুক্ত করা হয়েছে। প্রদর্শনীর সময়কাল চার দিন থেকে বাড়িয়ে পাঁচ দিন করা হয়েছে।

ফয়সল/শান্তা