স্বল্প উচ্চতার অর্থনীতিকে শক্তিশালী করছে চীনের তৈরি বৈদ্যুতিক বিমান
2024-09-25 19:52:45

সেপ্টেম্বর ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তৈরি দুই আসনের বৈদ্যুতিক বিমান আরএক্স১ই-এ সোমবার বেইজিংয়ের ইয়ানছিং জেলার একটি এলাকার উপর দিয়ে প্রথম ফ্লাইট সম্পন্ন করেছে। শহরটির স্বল্প উচ্চতার আকাশ অর্থনীতিতে যা একটি শক্তিশালী মাইলফলক রচনা করেছে।

আরএক্স১ই-এ চীনের প্রথম বৈদ্যুতিক বিমান আরএক্স১ই এর উন্নত সংস্করণ। ২০১৭ সালে উত্তর-পূর্ব চীনের শেনইয়াংয়ে ওটা প্রথম উড়েছিল।

দুই-সিটের উড়োযানটিকে হালকা স্পোর্ট এয়ারক্রাফট তালিকাভুক্ত করা হয়।

আরএক্স১ই-এ একনাগাড়ে উড়তে পারে ১৫০ মিনিট। জরুরি পরিস্থিতিতে নিরাপদে নামিয়ে আনতে এতে প্যারাসুটও আছে। একবারে এটি সর্বোচ্চ ২৪০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে।

উড়োযানটি পাইলট প্রশিক্ষণ, যাত্রী পরিবহন, পর্যটন এবং আকাশ-ফটোগ্রাফিতে ব্যবহার করা যেতে পারে।

ফয়সল/শান্তা