সেপ্টেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় মানবিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে একটি পেশাদার জরুরি চিকিৎসক দল পাঠিয়েছে চীন। রোববার এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিন মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেছেন, চীন সরকার বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আমন্ত্রণে সাম্প্রতিক আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য জরুরি চিকিৎসা দল পাঠিয়েছে এবং দলটি রোববার বাংলাদেশে পৌঁছেছে।
লিন চিয়ান বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে, চীন বাংলাদেশে একটি জরুরি চিকিৎসা উদ্ধারকারী দল পাঠিয়েছে। বাংলাদেশে কাজের সময়, মেডিকেল রেসকিউ টিমটি তাদের পেশাগত অভিজ্ঞতার পুরোটাই কাজে লাগাবে এবং মানবিক চিকিৎসা উদ্ধারেরও কাজ করবে।
তিনি আরও বলেন, চীন ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। চীন সব সময় বাংলাদেশিদের প্রতি ভালো-প্রতিবেশী ও বন্ধুত্বসুলভ নীতি অনুসরণ করে এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে এবং দুই দেশের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব ক্রমাগত বাড়ানোর চেষ্টাও করে চীন।
ফয়সল/শান্তা