চীনের সিচাং-বিশেষজ্ঞদের ফ্রান্স সফর
2024-09-24 19:16:33


সেপ্টেম্বর ২৪: চীনের সিচাং-বিশেষজ্ঞদের একটি গত ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্স সফর করে। দলের সদস্যরা সিচাংয়ে আধুনিকায়নের চীনা পথ এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে ফরাসি থিঙ্ক ট্যাঙ্ক ও বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় করেন।

দলের প্রধান ছিলেন চীনের সিচাং গবেষণাকেন্দ্রের উপ-মহাপরিচালক। আর সদস্যদের মধ্যে ছিলেন চীনের সিচাং গবেষণা কেন্দ্র, এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট, এবং চীনা একাডেমি অফ সোস্যাল সায়েন্সেসের গ্লোবাল স্ট্র্যাটেজির বিশেষজ্ঞগণ।

দলের সদস্যরা ফরাসি সেন্টার ফর এশিয়ান স্টাডিজের সংশ্লিষ্ট প্রধান ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার সময় বলেন, সিচাংয়ে দারিদ্র্যবিমোচনের কাজ শেষ হয়েছে এবং অঞ্চলটি চীনা শৈলীর আধুনিকায়নের পথে সামনে এগিয়ে যাচ্ছে। সিচাংয়ে বৈষয়িক সভ্যতা ও আধ্যাত্মিক সভ্যতার সমন্বিত বিকাশ সাধিত হচ্ছে এবং সেখানে মানুষ ও প্রকৃতির সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আঞ্চলিক সহযোগিতা এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময়কে এগিয়ে নিয়ে যেতেও ভূমিকা রাখছে সিচাং। (ওয়াং হাইমান/আলিম/ছাই)