মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করেছেন ওয়াং ই
2024-09-24 11:00:16

সেপ্টেম্বর ২৪: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (সোমবার) নিউইয়র্কে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুয়িজ্জু’র সঙ্গে সাক্ষাত করেছেন।

সাক্ষাতে ওয়াং ই প্রথমে প্রেসিডেন্ট মুয়িজ্জুকে প্রেসিডেন্ট সি চিন পিং’র সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা জানান। ওয়াং ই বলেন, দুই রাষ্ট্রপ্রধানের কৌশলগত দিকনির্দেশনায়, চীন ও মালদ্বীপ সব স্তরে ঘনিষ্ঠ আদান-প্রদান বজায় রেখেছে এবং বাস্তব সহযোগিতা আরও গভীর করেছে, যা মালদ্বীপের জনগণকে বাস্তব সুবিধা দিয়েছে। চীন দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করতে এবং চীন-মালদ্বীপ সম্পর্ককে নতুন স্তরে উন্নীত করতে মালদ্বীপের সঙ্গে কাজ করতে চায়।

ওয়াং ই আরও বলেন, চীন-মালদ্বীপ সম্পর্ক বড় ও ছোট দেশগুলোর একে অপরকে সমানভাবে সহাবস্থান, সহায়তা এবং জয়-জয় কল্যাণের একটি মডেল হয়ে উঠেছে। চীন  মালদ্বীপের সাথে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিতে একসাথে মানবজাতির অভিন্ন স্বার্থের সমাজ জন্য গঠন করতে চায়।

মোহাম্মদ মুয়িজ্জু ওয়াং ই’র মাধ্যমে প্রেসিডেন্ট সি চিন পিংকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানান এবং গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীতে উষ্ণ অভিনন্দন জানান। তিনি বলেন, এ বছর চীনে রাষ্ট্রীয় সফরের জন্য প্রেসিডেন্ট সি চিন পিং’র আমন্ত্রিত প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। এটি একটি ঐতিহাসিক সফর, যা মালদ্বীপ-চীন সম্পর্কের দৃঢ় বিকাশ উন্নত করেছে। মালদ্বীপ সরকার ও জনগণ মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের নিঃস্বার্থ সহায়তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানায় এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বৃহত্ উন্নয়নের জন্য অর্থ, সামাজিক আবাসন, কৃষি, অবকাঠামো, পর্যটন ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চান তিনি।

 

(রুবি/তৌহিদ/লাবণ্য)