সেপ্টেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: পরিবেশ উপযোগী ও জ্বালানী সাশ্রয়ী হওয়ায় চীনে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির বিক্রি। দেশটির সরকারের উৎসাহের কারণে মানুষ এখন বৈদ্যুতিক গাড়ি কিনতে বেশি আগ্রহী হয়ে উঠছে।
শুধুমাত্র গত আগস্ট মাসে এই গাড়ির বিক্রি প্রায় ১৭ শতাংশ বেড়েছে। বিশেষ করে চীন সরকার গাড়ি বিক্রয়ে ট্রেড-ইনকে উৎসাহিত করার জন্য আর্থিক প্রণোদনা বাড়িয়েছে। এর ফলে গ্রাহকরা তাদের পুরনো গাড়ি বদলে নতুন বৈদ্যুতিক গাড়ি কিনতে আরও আগ্রহী হয়ে উঠছে। পাশাপাশি দেশটিতে চার্জিং স্টেশন নির্মাণে ব্যাপক বিনিয়োগ করা হচ্ছে, যার ফলে বৈদ্যুতিক গাড়ি চালানো আরও সুবিধাজনক হয়ে উঠছে।
চীনের অটোমোবাইল ডিলার অ্যাসোসিয়েশন (সিএডিএ) তথ্যানুসারে, প্যাসেঞ্জার ভেহিকাল মার্কেটে পরিবেশবান্ধব গাড়ি এবং প্রচলিত জ্বালানি যানবাহনসহ সব ধরনের গাড়ির ১ দশমিক ৯০৫ মিলিয়ন গাড়ি খুচরা বিক্রি হয়েছে, যা মাসিক হারে ১০ দশমিক ৮ শতাংশ বেশি।
নতুন শক্তি যাত্রীবাহী যানবাহনের ক্ষেত্রে পূর্বে চীন সরকার প্রতি ইউনিটে ১০ হাজার ইউয়ানের সহায়তাকে আরও দ্বিগুণ করে বর্তমানে ২০ হাজার ইউয়ান করেছে।
শুভ/শান্তা