সেপ্টেম্বর ২৪: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস গতকাল (সোমবার) মুখপাত্রের মাধ্যমে এক বিবৃতিতে বলেন, ইসরায়েল-লেবানন উত্তেজনা অবিলম্বে কমিয়ে আনতে, কূটনৈতিক পদ্ধতি অনুসরণ করা উচিত।
বিবৃতিতে তিনি ইসরায়েল-লেবানন সীমান্তের কাছাকাছি অঞ্চলে বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানান এবং সেখানে পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট পক্ষকে সার্বিকভাবে জাতিসংঘের কর্মী ও সম্পদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব অনুসরণের তাগিদও দেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)