অবিলম্বে লেবানন-ইসরায়েল পরিস্থিতি প্রশমন করার আহ্বান: জাতিসংঘ মহাসচিব
2024-09-24 13:13:30

সেপ্টেম্বর ২৪: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল (সোমবার) তাঁর মুখপাত্রের মাধ্যমে এক বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে ইসরায়েল ও লেবাননের সীমান্ত ‘ব্লু লাইনের’ আশপাশে উদ্বেগজনক পরিস্থিতি তীব্রতর হওয়ায় কারণে ব্যাপক হতাহতের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন এবং অবিলম্বে পরিস্থিতি প্রশমিত করে কূটনৈতিক সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, গুতেরেস আবারো বিভিন্ন পক্ষকে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো রক্ষা করার আহ্বান জানান। তিনি বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর জাতিসংঘ কর্মী ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আছে, বিভিন্ন পক্ষকে আবারো সার্বিকভাবে নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব মেনে চলে, অবিলম্বে বৈরিতা বন্ধ করা এবং স্থিতিশীলতা পুনরুদ্ধার করার তাগিদ দেন।

(প্রেমা/তৌহিদ/ছাই)