সকলের এক হয়ে পরস্পরকে সহযোগিতার আহ্বান ওয়াং ই-র
2024-09-24 19:50:21

সেপ্টেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ‘সামিট অব দা ফিউচার’ তথা ভবিষ্যতের জন্য সম্মেলনে সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সবার সঙ্গে সমৃদ্ধি  ভাগ করে নিতে কল্যাণকর সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন।

এই বিশ্বকে একটা  বিশাল জাহাজের সাথে তুলনা করে  চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ওয়াং ই জানান, ’চলার পথের  চ্যালেঞ্জ মোকাবেলা করে এই জাহাজকে সঠিকভাবে পরিচালনা করতে বিশ্বের সকল দেশকে একসঙ্গে কাজ করতে হবে। দেশগুলো আলাদা ভাবে ছোট ছোট নৌকাতে ভ্রমণ করছে না বরং সবাই আমরা একটা জাহাজে আছি।  এর উপরেই আমাদের ভাগ্য নির্ভর করছে। যেখানে বাতাস বা বড় ঢেউয়ে ছোট নৌকাতে টিকে থাকা অসম্ভব সেখানে  একটা জাহাজ সমুদ্রের ঝড় মোকাবেলা করেও টিকে থাকতে পারে।’  এই উদাহরন দিয়ে  দেশগুলোকে উন্নয়নের সুযোগ ভাগ করে নিতে হবে বলে জানান তিনি।

সংঘাত থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের মতো একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্য সামনে রেখে ‘ভবিষ্যতের জন্য সম্মেলন’ বা ‘সামিট অব দ্য ফিউচারে’ যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীতে জড়ো হয়েছেন বিশ্ব নেতারা। প্রায় ১৩০টিরও বেশি রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান এতে অংশগ্রহণ করেন।

চীনের প্রেসিডেন্ট সিন চিনপিং-এর বিশেষ প্রতিনিধি হয়ে ওয়াং ই ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘের ভবিষ্যতের জন্য সম্মেলন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করবেন।

রাসেল/শান্তা