হুয়াং জিহংফান
2024-09-24 10:54:14

হুয়াং জিহংফান ১৯৯৯ সালের ২১ এপ্রিল চীনের কানসু প্রদেশের লানচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন গায়ক, গীতনাট্য অভিনেতা এবং বেল ক্যান্টো গায়ক। তিনি বার্কলি কলেজ অফ মিউজিকের স্নাতক।

 

বন্ধুরা, হুয়াং জিহংফান সম্পর্কে আমি পরে আরও আপনাদেরকে জানাবো। এখন আমি আপনাদেরকে তাঁর একটি গান শোনাতে চাই, গানের নাম ‘ড্রিম ক্যাচার’ বা ‘স্বপ্নবাজ’। শুনুন তাহলে। (গান-১)

হুয়াং জিহংফান একটি সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে বাবা-মায়ের প্রভাবে ১৬ বছর থেকে তিনি বেল ক্যান্টো শিখতে শুরু করেন। ২০১৭ সালে যখন তিনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় বছরে লেখাপড়া করেন, তিনি ইংরেজি, ফরাসি, ইতালীয় ও চীনা ভাষা দিয়ে ৭টি গানের ভিডিও রেকর্ড করেন। ২০১৮ সালের নভেম্বর তিনি হুনান টিভি’র মূল উদ্ভাবনী রূপ ভোকাল সংগীত গাওয়ার অনুষ্ঠান ‘সুপারভোকালে’ অংশ নিয়ে সবার নজর কাড়েন। ২০২০ সালের এপ্রিল তিনি তাঁর প্রথম একক গান ‘ওয়েকিং নাও’ বা ‘জাগরণ সময়’ প্রকাশ করেন। ২০২২ সালের ২১ এপ্রিল তিনি তাঁর প্রথম ইপি ‘যদি আমি স্বচ্ছ না হই’ প্রকাশ করেন। এতে ইপি’র শিরোনাম গানসহ মোট তিনটি গান অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এখন ইপি’তে রাখা ‘আমি আর আমি’ নামে গানটি আপনাদের শোনাবো, কেমন? শুনুন তাহলে। (গান-২)

 

‘কাচের মার্বেল’ গানটি হলো চলতি বছরের ১৭ এপ্রিল হুয়াং জিহংফানের প্রকাশিত একটি একক গান। গানটি কাচের মার্বেল প্রেরণা হিসেবে এর স্বচ্ছ ও বলিষ্ঠ বৈশিষ্ট্য বর্ণনা করার মাধ্যমে হুয়াং জিহংফানের নিজের জীবনের মনোভাব ও জীবন সংক্রান্ত দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। গানের মাধ্যমে হুয়াং জিহংফান সবাইকে তাঁর আন্তরিকতা ও সাহস দেখান। তিনি নিজের ক্ষেত্রে নিজেকে উত্সর্গ করে, কাচের মার্বেলের মতো সাহসী হয়ে তাঁর বিশ্ব সৃষ্টি করার প্রত্যাশা করেন। গানটি তাঁর ২৫তম জন্মদিনের আগে অনুরাগীদের জন্য একটি বিশেষ উপহার। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন অবশ্যই আমি গানটি আপনাদেরকে শোনাবো। শুনুন তাহলে। (গান-৩)

২০২৪ সালের ২০ মে হুয়াং জিহংফান ‘বলা হয়’ নামে একটি গান প্রকাশ করেন। গানটি একই নামের অ্যালবামে রাখা হয়। গানটি প্রেম ও বেদনার জটিল আবেগকে ঘিরে প্রেম ও বেদনার  একটি শরীরের দুই দিক সম্পর্ক জোরালো অনুভূতির প্রকাশ। শুধু প্রেমের অনুভূতির প্রকাশ পরিপূর্ণ নয়, একইসঙ্গে বেদনার  মিশেলে গানটি পূর্ণরূপে প্রকাশ পায়। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি গানটি আপনাদেরকে শোনাবো। কেমন? সঙ্গে সঙ্গে শোনাব, হুয়াং জিহংফানের অন্য একটি গান ‘বৃষ্টি থামেনি’। শুনুন তাহলে গান দু’টি। (গান-৪,৫)

 

প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে গানটি? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে হুয়াং জিহংফানের অন্য আরেকটি গান শোনাবো। গানের নাম ‘ঠিক আছে, এটা কোন ব্যাপার না, সবকিছু ঠিক আছে’। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে। (গান-৬)

(প্রেমা/হাশিম)