সেপ্টেম্বর ২৪: লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (সোমবার) সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, সেদিন লেবাননের অনেকগুলো জায়গায় ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় ৪৯২জন নিহত এবং ১৬৪৫জন আহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি গ্রামে বিমান হামলা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে ৩৫টি শিশু এবং ৫৮জন নারী।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এদিন সন্ধ্যায় জানান, ইসরায়েলি সেনাবাহিনী গত ২৪ ঘন্টায় ‘লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে’ বড় আকারের বিমান হামলা চালিয়েছে এবং ১৩০০টিরও বেশি ‘হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে’ আঘাত করেছে।
(রুবি/তৌহিদ/লাবণ্য)