চীন-সুইস অবাধ বাণিজ্য চুক্তির আপগ্রেড আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু
2024-09-24 13:14:33

সেপ্টেম্বর ২৪: চীন ও সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে অবাধ বাণিজ্য চুক্তি উন্নয়নের আলোচনা শুরু করেছে। দু’পক্ষ দ্রুত পরামর্শ গ্রহণ করে, পারস্পরিক কল্যাণ ও উভয়ের জন্য কল্যাণকর পদ্ধতিতে যথাশীঘ্র সম্ভব উচ্চমানের উন্নয়ন চুক্তিতে পৌঁছাতে রাজি হয়। গতকাল (সোমবার) চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও ও সুইস ফেডারেল কাউন্সিলর এবং অর্থনীতি, শিক্ষা ও গবেষণামন্ত্রী গাই পারমেলিন ভিডিও’র মাধ্যমে এ ঘোষণা করেন।

ওয়াং ওয়েনথাও বলেন, চীন-সুইস অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর হবার ১০ বছরে, দ্বিপাক্ষিক বাণিজ্যিক বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে এবং দু’দেশের প্রতিষ্ঠানগুলো বাস্তব স্বার্থ অর্জন করেছে। আপগ্রেড চুক্তিটি অধিকতরভাবে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, দ্বিমুখী বিনিয়োগ বেগবান করা এবং দু’দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার মান উন্নয়ন ও জোরদারে সহায়ক হবে।

পারমেলিন বলেন, বর্তমান বিশ্বে সংরক্ষণবাদী বাণিজ্য বাড়ছে। তাই, আপগ্রেড চুক্তির গুরুত্বপূর্ণ তাত্পর্য আছে। দু’পক্ষ অভিন্নভাবে আপগ্রেড আলোচনা ফলপ্রসূ করবে বলে আশা করেন তিনি।

(প্রেমা/তৌহিদ/ছাই)