বাংলাদেশের নিটোর ও চক্ষু হাসপাতাল পরিদর্শন করলেন চীনা চিকিৎসক দল
2024-09-24 19:43:10

সেপ্টেম্বর ২৩, ঢাকা:  বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় আসা চীনা চিকিৎসক দলটি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে ঢাকার শের-এ-বাংলা নগরে অবস্থিত এই হাসপাতাল পরিদর্শন করেন তারা। 

এসময় আন্দোলনে আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন তারা। বিশেষজ্ঞ দলটির সঙ্গে ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং। হাসপাতাল পরিদর্শন শেষে সিএমজি বাংলাকে লি শাওফেং বলেন, ‘চীন বাংলাদেশের বন্ধু, তাই আমরা আহত মানুষের প্রতি যত্নশীল। এটা আমাদের প্রথম টিম, যারা আহতদের দেখেছেন এবং কীভাবে আহত হয়েছেন সেটাও জেনেছেন। তারা প্রস্তুতি নিচ্ছেন পরবর্তী চিকিৎসা ধাপ নিয়ে।’ 

তিনি আরও বলেন,‘বাংলাদেশ সরকারকে ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে কথা বলে আমরা একটা ভালো পরিকল্পনা করবো।’ 

এসময় নিটোরের পরিচালক অধ্যাপক ড. কাজী শামীমুজ্জামান বলেন, ‘চীন থেকে আসা বিশেষজ্ঞ দলটি আন্দোলনে আহত রোগীদের দেখলেন, আমরা কী কী চিকিৎসা দিয়েছি সেটি দেখলেন।’

এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন পরিচালক ড. শামীমুজ্জামান। তিনি আরও বলেন,  ‘যে চিকিৎসা চলছে, তা বিশ্বমানের বলে তারা আমাদের বলেছেন।‘ বেশ কয়েকজন রোগীর পুনর্বাসন নিয়ে তারা নিজেরা কথা বলে আমাদের পরে সিদ্ধান্ত জানাবেন বলেছেন।’

বর্তমানে নিটোরে আন্দোলনে গুরুতর আহত হয়ে ভর্তি আছেন ৬৬ জন রোগী। 

এর আগে চীনা বিশেষজ্ঞ চিকিৎসকরা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে আহত রোগী ও চিকিৎসা সক্ষমতা পর্যবেক্ষণ করেন তারা। এ সময় আহত ৪২ জনের গুরুতর অবস্থা পর্যবেক্ষণ করে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সহযোগিতারও আশ্বাস দেন প্রতিনিধিদলটি। 

ঐশী/রাসেল/ফয়সল/শান্তা