এক রকেটে আটটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠালো চীন
2024-09-24 16:47:13

   

সেপ্টেম্বর ২৪: আজ (মঙ্গলবার) সকাল ১০টা ৩১ মিনিটে, একটি রকেটের সাহায্যে, আটটি কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পাঠায় চীন।

    চিয়েলং-৩ রকেট দিয়ে যে-উপগ্রহগুলো মহাকাশে পাঠানো হয়েছে, সেগুলো হচ্ছে: থিয়ানই-৪১, সিংশিতাই-১৫, সিংশিতাই-২১, সিংশিতাই-২২, ইউসিং-২, ফুতান-১, থিয়ানইয়ান-১৫, এবং চিথিয়ানসিং এ-০১। (ছাই/আলিম/ওয়াং হাইমান)